জোড়া কবুতর
১.
সানশেড ঘেঁষে কবুতরটি
ঝুলছিল কারেন্টের তারে
রোদসকালে
মৃত
সঙ্গীটি তার
পাহারায় আর অসহায়
আমার ক্যামেরার দিকে তাকিয়ে
- ৭ ডিসেম্বর ২০০৭, ঢাকা
২.
সানশেডঘেঁষা মৃত কবুতর
মাথার ভেতর আমাকে
ব্লক করে রাখে
ব্লক করবো আমিও
তোমাকে, এমএসএনে
- ২১ ডিসেম্বর ২০০৭, ঢাকা
No comments:
Post a Comment