কবিতা : প্রজাপতিটা
একটা প্রজাপতি আমার
পড়ার ঘরের বাইরে
ছোট্ট ফুল গাছে
বসে আছে চুপ করে
ভাবি, এই বুঝি উড়ে যাবে
প্রজাপতিটা ফুরুৎ করে
এই বুঝি
কাছে যাই, দেখি
ডানা দুটো ভাঙা তার
___________________
- ইশতিয়াক জিকো / ১৬ আগস্ট ২০০৫, ঢাকা
একটা প্রজাপতি আমার
পড়ার ঘরের বাইরে
ছোট্ট ফুল গাছে
বসে আছে চুপ করে
ভাবি, এই বুঝি উড়ে যাবে
প্রজাপতিটা ফুরুৎ করে
এই বুঝি
কাছে যাই, দেখি
ডানা দুটো ভাঙা তার
___________________
- ইশতিয়াক জিকো / ১৬ আগস্ট ২০০৫, ঢাকা
No comments:
Post a Comment