Thursday, August 24, 2006

আমি কি নির্বাচনের প্রতিশ্রুতি?

__________________________
কেন আমার কথা শোনো না বলো তো?
আমি কি নির্বাচনের প্রতিশ্রুতি
যে সিংহাসনের হাতলে হাত রাখলেই
হারিয়ে যাবো স্মৃতিহীন অন্ধকারে
কলের জলের মতো
ক্যালেন্ডারের তারিখের মতো
বন্যার গায়ে খরার মতো

আমি তো তোমার সঙ্গেই আছি, এবং থাকবো
তাহলে কেন আমার কথা শোনো না?
___________________________

কবিতাটা রু পড়ে শোনালো। পুর্ণেন্দু পত্রীর লেখা।
বললো, আমাদের জন্য লিখেছেন।
যেন আমাদের জন্যই লেখা।

আমাদের নিয়ে আর কত কবিতা লেখা হবে?

অনেক তো হলো
ভালোবাসা নিয়ে কবিতা
কবিতা নিয়ে বাণিজ্য
আর
ভালোবাসা নিয়ে বাণিজ্য

No comments:

Post a Comment