সৌরজগতের আটটি কুমির, আমার টেনশন
সৌরজগতের গ্রহ কমলো একটা। প্লুটো। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এ সিদ্ধান্ত নিয়েছে। এপি।
প্লুটো তার গ্রহত্ব পেয়েছিল ১৯৩০ এ। গ্রহের সংজ্ঞা আরো বদলানো হলে দুদিন পর পৃথিবী নিয়েও টানাটানি হবে। দুশ্চিন্তা করবেন না। বাদ দিন সেসব। সব পৃথিবীবাসী জ্যোতির্বিজ্ঞানীদের-বণিকদের ইগোর খেলা।
আর হারালোই বা গ্রহত্ব, এটা নিয়ে আমার ব্লগানোর কী আছে? গ্রহত্ব যেন সৌরজগতের সতীত্ব। পুরুষতান্ত্রিক বিজ্ঞানীরা জাতগেল জাতগেল হইচই শুরু করেছে। তর্ক হয়েছে সপ্তাহধরে বিজ্ঞানীমহলে। সুতরাং মিডিয়ামহলে।
আরে নাহ, আমি ছিলাম না সে তর্কে। ইয়াহু নিউজে পড়লাম। নিউজের এক জায়গায় এমআইটির অধ্যাপক রিচার্ড বিনজেলের কথা আছে। বলেছেন, এমন আরো প্লুটো আবিস্কারের অপেক্ষায়।
আর শোনাতে পারবো না। বাকি খবর পড়ে নিন নিজ দায়িত্বে।
আমার দুশ্চিন্তা হচ্ছে অন্য কারণে। এক বন্ধুকে বলেছি, সিনেমা নিয়ে একটা লেখা লিখবো। লিটল ম্যাগের জন্য। আগামীকাল দেয়ার কথা। এখনও ঠিক করতে পারছি না কী নিয়ে লিখবো? রাগ গিয়ে পড়েছে প্লুটোবাজির ওপর।
তাই একটু শিবের গীত গাইতে এলাম। রিলিফ!
এখন দেখি, সিনেমাত্ব নিয়ে কিছু লেখা যায় কিনা।
No comments:
Post a Comment