Friday, April 7, 2006

কবিতা : জুইতের নাম চাই

পাবলিসিটি চায় কবি
সবগুলোর নয়, গুটিকয়েক কবিতার।

ইলেকট্রিসিটি চায় নাগরিক
প্রতিদিন নয়, লোডশেডিংয়ের সময় কেবল।

নাগরিক-কবি-বিক্ষোভে
যোগ দেয় আরো কিছু মুখ--
ভার্সিটির ডিগ্রি দরকার তাঁদের।

অবশেষে আগে-আসলে-আগে-পাবেন
ভিত্তিতে বিতরণ করা হয়
তিরাশি মেগাওয়াট ইলেকট্রিসিটি (তিন ঘণ্টা বোনাসসহ),
শ খানেক ডিগ্রি (পাবলিক ইউনিভার্সিটির)
এবং ছাপ্পান্ন ঘণ্টার পিক-আওয়ার পাবলিসিটি (প্রাইভেট টিভি চ্যানেলের)

ডিগ্রিধারী নাগরিক এখন
যখন-তখন চ্যানেল পাল্টে
পাবলিসিটি হজম করতে পারে।
লোডশেডিং নেই
নগরীর সব কটি লাইন ব্যস্ত।

কিছুক্ষণ পর আবার ডায়াল করুন।

- ইশতিয়াক জিকো / ডিসেম্বর 2004 / ঢাকা
_________________________________
নোট 1 : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার। রিডিং রুমে বসে আছি। বিদ্যুৎ নেই। জানলা দিয়ে বাইরে তাকাই। টিভি ক্যামেরাদের আবর্তন সমাবর্তন অনুষ্ঠান ঘিরে। কপিপেস্ট করা হাসিহাসি মুখ। আশাভরা বুক। ক্লিক। কবিতাটি তখনই লেখা। কবিতা হোক বা না হোক, 'তালগাছটি আমার' উপপাদ্য অনুসারে এটা কবিতা ।

নোট 2 : অনলাইনে এ কবিতা প্রথম সঞ্চালিত হয় 'কবিসভা' মারফত, 2004-এর ডিসেম্বরে। শিরোনাম ছিল 'জুইতের নাম চাই 3'।

নোট 3 : নোট 1 একটি অনুকবিতা। ঈর্ষালু। কবিতা হতে চায় কবির অজান্তে।

No comments:

Post a Comment