ভালোবাসা কি খুব সস্তা হয়ে গেছে বন্ধু?
_________________________
যখন তখন যেখানে সেখানে
বাড়িতে রাস্তায় বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে
নদীর এপার এবং নদীর ওপারে
রেস্তোরাঁয়, পেজারে, টেলিফোনে
ওভাবে বোলো না, 'আমি তোমাকে ভালোবাসি'
সত্যি সত্যি ভালোবাসলে
তোমার জিভ জড়িয়ে আসত, কথা বলতে পারতে না।
_________________________
... মাথার ভেতর ঘণ্টাখানেক ধরে ঝিমুচ্ছে কবিতাটা । রু শুনিয়েছে। সুবোধ সরকার-এর লেখা। ভাবছি, এ কবিতার চিত্রনাট্য কেমন হবে? কত অল্প শট দিয়ে ঠিকঠাক ফুটিয়ে তোলা যাবে কবিতাটা?
ক্যামেরা স্থির। শর্ট টেক একেবারেই না। দৃশ্যান্তরে ডিজল্ভ ইফেক্ট থাকবে না। শুধু কাট-- জাম্প কিংবা ম্যাচ। এবং নির্বাক। শব্দ ছাড়াই কত কথা বলছি হরদম।
কবিতাটা ঝিমুচ্ছে এখনও।
মাথার ভেতর।
ঘণ্টাখানেক।
চিত্রনাট্যসহ।
যখন তখন যেখানে সেখানে
বাড়িতে রাস্তায় বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে
নদীর এপার এবং নদীর ওপারে
রেস্তোরাঁয়, পেজারে, টেলিফোনে
ওভাবে বোলো না, 'আমি তোমাকে ভালোবাসি'
সত্যি সত্যি ভালোবাসলে
তোমার জিভ জড়িয়ে আসত, কথা বলতে পারতে না।
_________________________
... মাথার ভেতর ঘণ্টাখানেক ধরে ঝিমুচ্ছে কবিতাটা । রু শুনিয়েছে। সুবোধ সরকার-এর লেখা। ভাবছি, এ কবিতার চিত্রনাট্য কেমন হবে? কত অল্প শট দিয়ে ঠিকঠাক ফুটিয়ে তোলা যাবে কবিতাটা?
ক্যামেরা স্থির। শর্ট টেক একেবারেই না। দৃশ্যান্তরে ডিজল্ভ ইফেক্ট থাকবে না। শুধু কাট-- জাম্প কিংবা ম্যাচ। এবং নির্বাক। শব্দ ছাড়াই কত কথা বলছি হরদম।
কবিতাটা ঝিমুচ্ছে এখনও।
মাথার ভেতর।
ঘণ্টাখানেক।
চিত্রনাট্যসহ।
No comments:
Post a Comment