Saturday, February 14, 2009

কবিতা : রান আউট

আছড়ে পড়ছে যাবতীয় বেবি লাইট দেয়ালে শৈল্পিক
টিকটিকির ওপর যিনি হাজার বছর ধরে হাঁটিতেছে
আলোছায়া করিডোরে আর সোলার পাঞ্জা এইচএমআই
মেতেছে যুক্তিতক্কে পরের দৃশ্য নিয়ে নিশ্চল তেপায়ায়
বুড়ো ক্যামেরা উপভোগ করে ম্যাগাজিন রান আউট
_____________________________
- ইশতিয়াক জিকো / ১৪ ফেব্রুয়ারি ২০০৯, ঢাকা

No comments:

Post a Comment