Friday, August 22, 2008

কবিতা : কেউ কেউ হারিয়ে যায়

আয়নায় তাকালে
সাগরের ঘ্রাণ পাই
থাকি শহরতলীতে
তিন তলায়

অনেক এসএমএস
উত্তরহীন
কথা রাখেনি কেউ

রাখে না
আমার মতো

__________________
- ইশতিয়াক জিকো / ২২ আগস্ট ২০০৮ / ঢাকা

1 comment:

toxoid_toxaemia said...

হারিয়ে যায় হয়তো নতুন করে নতুন কাউকে খুঁজে পাবার জন্যেই।

Post a Comment