সম্পাদিত: কথার সিনেমা
ফুটেজ
শট ১: কম্পোজিশনে সমকালীনতা
শট ২: ফেইসবুকে বাড়ে বন্ধু সংখ্যা
শট ৩: ধাতব আওয়াজে ছাপা হয় ব্যথা
শট ৪: ব্যথা কমে গেলে এডিট করুন
প্রথম কাট
ফেইসবুকে ছাপা ধাতব বন্ধু ব্যথা
সমকালীনতা কম্পোজিশনে এডিট
কমে গেলে ব্যথা আওয়াজে সংখ্যা বাড়ে
দ্বিতীয় কাট
ফেইসবুকে ব্যথা সমকালীনতা
কম্পোজিশনে কমে গেলে ছাপা
বন্ধু আওয়াজে ধাতব সংখ্যা বাড়ে
তৃতীয় কাট
ধাতব আওয়াজে সমকালীনতা
ফেইসবুকে কমে বন্ধু সংখ্যা
কম্পোজিশনে ছাপা ব্যথা বাড়ে
___________________________
চিত্রনাট্য, শব্দগ্রহণ, সম্পাদনা : ইশতিয়াক জিকো
চিত্রগ্রহণ : পাঠক
বিশেষ কৃতজ্ঞতা : ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ
একটি '১ জুন ২০০৮' পরিবেশনা
No comments:
Post a Comment