Friday, June 20, 2008

শতাব্দীর শ্রেষ্ঠ গল্প (উৎসর্গ : কবি বিনয় মজুমদার)

লা' আভেনচুরায় সান্দ্রো কেন তরুণ স্থপতির কালির দোয়াতটি উল্টে ফেলেছিল, নিচের যেকোনো একটি ডিসকোর্সের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো।

উৎপল ঠোঁট কামড়ায়। মাথার লম্বা চুলে গিট্টু পাকায়। প্যান্টের জিপার খোলে। লাগায়। বারবার জিপার খুললে-লাগালে নাকি বুদ্ধি খোলে।

'মডার্নিজম অ্যান্ড ন্যারেটিভ সিনেমা ৪০৮' কোর্সের রিটেন আজ। সেমিস্টার ফাইনালে এইসব ফালতু প্রশ্ন দেয়ার কোনো মানে হয়?

গত বছর মাইকেলেঞ্জেলো আন্তনিওনির সিনেমা থেকে এক সেট প্রশ্ন এসেছিল, তাই এবার বাদ দিয়েছে। বিখাউজ স্যার ইচ্ছা করেই আবার রিপিট করেছে। পুরো ২০ নম্বর।

লা' আভেনচুরা,আন্তনিওনি, ইতালি, মডার্নিজমের গুষ্ঠি কিলিয়ে, খেতা পুরিয়ে আবার জিপার খোলায় মনোযোগ দেয় উৎপল। গলা শুকিয়ে আসছে।

মেকআপ আর্টিস্ট এসে তার কপালের ঘাম মুছে দিয়ে যায়।
__________________________
- ইশতিয়াক জিকো / ঢাকা / ২০ জুন ২০০৮

No comments:

Post a Comment