Monday, June 16, 2008

দিনলিপি : বক্তব্যহীন জীবন

'ঈশ্বরে বিশ্বাস না করো, অন্তত কিছু কুসংস্কারে বিশ্বাস করো'
- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

শাহবাগ থেকে মাইলাইন বাসে উঠে উপলব্ধি করলাম, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। চারপাশের সব দেখে যাচ্ছি শুনে যাচ্ছি লিখে যাচ্ছি বকে যাচ্ছি। কিন্তু আমার নিজের বলার কিছু নেই। জীবন নিয়ে গভীর কোনো দৃষ্টিভঙ্গি নেই। স্পষ্ট উচ্চারণ নেই। উপার্জনের আশায় অর্থের বিনিময়ে অনর্থ উৎপাদন করে যাচ্ছি। নির্মাণ করতে গিয়ে আপোষ করে যাচ্ছি দর্শকের তুষ্টির সাথে, প্রযোজকের অর্থের সাথে, সহকর্মীদের ভাবনার সাথে। এই আপোষের ক্ষেত্র আর মাত্রা বাড়ছে। হয়তো আরও বাড়বে। কারণ আমি গভীরভাবে উপলব্ধি করছি, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। আমার খারাপ লাগছে।
__________________
- ইশতিয়াক জিকো / ১৬ জুন ২০০৮ / ঢাকা

No comments:

Post a Comment