দৃশ্যকল্প : ফটোশপিত
সাইবার ক্যাফেতে পর্নো ছবি ঘাটতে গিয়ে সাবরিনার নগ্ন ছবি আবিষ্কার করে পিয়াল।
সাবরিনা পিয়ালের ছোট বোন। আদরের।
তবে তৈলাক্ত দেহ অন্য কারও। ফটোশপিত।
ফেসবুক অ্যালবামে রাখা ছিল বোনের সে মুখ।
সেখান থেকেই চুরি করেছে কেউ। পিয়ালের অনুমান।
শুধু তাই নয়, বোনের ফোন নম্বরটাও দেয়া জলছাপে।
বৃত্তাকার বড়ি খেয়ে ব্লাড প্রেসার ১১৮/৭২।
পরশুদিন সাবরিনার বিয়ে।
_____________________________
- ইশতিয়াক জিকো / ৩ মে ২০০৮, ঢাকা
No comments:
Post a Comment