Tuesday, May 27, 2008

সন্ধ্যালিপি : অনুপ্রাসের ঘাড়ে রোঁ

রায়হানের রাজহাঁস।
উচ্চারণ করলেন কামু
ভাই। আমার সামনে। তিনি নাটক
না সিনেমা বানাতে চান
এটা নিয়ে।

রাজহাঁস কেন?
সিগনিফাইয়ার? প্রশ্নটা প্লট
জানতে। যেহেতু গল্প পড়া নাই। আবু
কায়সারের। জানলাম। তিনিও পড়েন নাই।
শুধু শিরোনাম শুনেই
সিনেমার সিদ্ধান্ত।
শিরোনাম
ভালো
লাগার কারণ
অনুপ্রাস। রায়হান। রাজহাঁস।

তাইলে হালিমের হাঁসছানা কিংবা
কামরুজ্জামান কামুর কারখানা হলেও
হতো। রাজহাঁসের গুরুত্ব কী? আমি বলি।

সাথে ভাবি : এইসব অনুপ্রাস
উচ্চারণে উপাখ্যান উন্মোচিত হয়
কিনা আর
নিরীক্ষার নামে
একগাদা এন্টার দিলেই
কবিতার মতো মনে হয় কিনা।

_________________________
- ইশতিয়াক জিকো /২৭ মে ২০০৮, ঢাকা

1 comment:

Post a Comment