Tuesday, October 9, 2007

বিজ্ঞল্প : মিনারেল ওয়াটার

পানি খাবেন না।
মাছেরা সেক্স করে তাতে।

সাকুল্যে দু' লাইন। কী গুণ তার!

পরদিনই দোকানে দোকানে ভিড়।
ভালোই বিক্রি হলো সেবার।
গিমি মিনারেল ওয়াটার।

বিজ্ঞাপনেই লক্ষ্মী।
_________________________
-ইশতিয়াক জিকো / ৯ অক্টোবর ২০০৭, ঢাকা

No comments:

Post a Comment