Sunday, October 14, 2007

দিনলিপি : ঢাকা, ইমারত

সাড়ে দশটায় রা-এর ফোন। কম্পিউটার সমস্যা। আসতে পারবো কিনা। গেলাম। ১৬ তলায় ফ্ল্যাট তাঁর। কনকর্ড রিজেন্সিতে। পান্থপথের স্কয়ার হাসপাতালের বিপরীতে।

১৬ তলার বারান্দা থেকে ঢাকার ভিন্ন রূপ। ঢাকা যেন প্রসব করছে একগাদা ইমারত। অপরিকল্পিত। নির্মিত-নির্মীয়মান দালানকোঠার স্তুপ। কনক্রিট বস্তি। গিজগিজ করছে সব। তাকিয়ে ছিলাম অনেকক্ষণ, বাতাস বইছিল, ধানমণ্ডি লেক, রায়েরবাজার বধ্যভূমি বা কামরাঙ্গির চর, ওই তো দেখা যাচ্ছে।

গত রাতে মনমরা ছিলাম একটু। মাথার ভেতর বিচ্ছিন্ন শব্দদের নিঃসঙ্গ ভ্রমণ। কিডনি সত্যতা রিপ্লেসমেন্ট ভোতা অনুভূতি বিষয়ীগত বিশ্বাস ব্যস্ততা মাপাহাসি গতরাত বহমান জীবনদর্শন চাপাকান্না তবুওজীবনযাচ্ছেকেটেজীবনেরনিয়মে।

আজ সারাদিন সেসব কিচ্ছু মনে হয়নি। মন ভালো ছিল বেশ। ১৬ তলার ওপর থেকে দেখা ঢাকা শহর গেঁথে আছে দুপুর থেকে। আবার যেতে চাই ১৬ তলার সে বারান্দায়, রেলিং ঘেষে ঢাকা দেখবো।

আমি রা-এর ফোনের অপেক্ষায় থাকি।
_______________________________
- ইশতিয়াক জিকো / ১৪ মার্চ ২০০৭, ঢাকা

No comments:

Post a Comment