Monday, October 8, 2007

গিমিগল্প : মাছ ও মাছির পিঠা খাওয়া

তারপর মাছটা বললো, পিঠা খাবো।

মাছি বললো,
তা'লে গুড় আনো,
এটা আনো, সেটা আনো।

এদিকে বাজারদর চড়া।
সব দেখেশুনে গল্পটা হঠাৎ,
বলা নেই কওয়া নেই,
বাস্তব হয়ে গেল।
________________________
- ইশতিয়াক জিকো / ৮ অক্টোবর ২০০৭, ঢাকা

No comments:

Post a Comment