Sunday, October 22, 2006

চিরকুট কাব্য

1
বৃষ্টি এখন শহর জুড়ে
মনের বাইরে, চোখের কোণে
রাগ করেছ? খুব কেঁদেছ?
প্রিয় প্রিয় বন্ধু আমার?
কিন্ত যখন ধরতে যাবে
অমনি আমি দৌড়ে পালাই
ভা লো বা সা র সু তো র টা নে

1.5

নেট চলে যায় চেপে রাখি দাঁত
তুমি গেছো চলে থেকে যায় রাত
বাড়াই দু হাত অন্ধকারে
আজ আর নয় কথা হবে কাল
ঝুমুর কিংবা দাদরা ত্রিতাল

2
তিনশো বারো শহীদ হল
মুরগি খেলে ফুটবল
চোখ গড়িয়ে পড়ছে জল
চিঠি লিখে আমায় বল
পোস্টমাস্টার মন উতল
নদীর ঢেউ ছলাৎ ছল
ছ লা ৎ ছ ল ছ লা ৎ ছ ল

3
কোরিনথিয়ান ডিসঅর্ডার!
মেঘ কিনবো এক ফালি
ডাঁটভাঙা ছাতার নিচে
খাওয়াবো খাবো
চু মু!

4
পুরোনো, বেশ পুরোনো একটা
স্বপ্নকে কাঁঠাল পাতা খাইয়ে বাচিয়ে রাখি,
কাঠাল গাছের সংকট দেশজুড়ে। মূল্যবোধেরও।
বণিক সমিতির সমঝোতা সংলাপে তাই
নির্ধারিত হয় গোলাপ ফুলের মূল্য, বাজারমূল্য।

5
তোমার স্বাধীনতা
আছে ব্যস্ততা
আর করপোরেটের
কালো ধোঁয়া
চলে এসি হাওয়া
সাথে অজুহাত
তুমি বাইবাই
অ্যান্ড
টে ক কে য়া র!
________________________
নোট : মোবাইল ফোন থেকে পাঠানো চিরকুট, থেকে যায় কিছু, সেগুলো থেকে এগুলোর জন্ম।

No comments:

Post a Comment