গিমিলাপ : অবু টিলো আলাবু ভোকাট্টা
অবু | বড়াই
কাজে মগ্ন তুমি, বলবে দূর হ, অথবা জাহান নাম, আমি এক ঘুরান, এসে বলবো, কী বলবো, ধরা যাক লোডশেডিং, অমনি ডিসি খাবো, ইয়াহু থেকে, আর মশা খাবে আমাকে, যেহেতু ডিনার টাইম, খেয়েদেয়ে মনিটরের লেখাগুলো একশো, তা কেন, একশো বিশ পারসেন্ট বড় হবে।
টিলো | ক্যালকুলাশা
যত ছোট হোক এপসিলন
ঠিক মিলে যাবে ডেলটা
আলাবু | পরোটাভাজা
তোমরা খাচ্ছো ঠাণ্ডা কোলা
থাকছে বাকি কাপড় খোলা
আমরা হালায় সাধু সাজি
শা'বাগ মোড়ে পরোটা ভাজি
ভোকাট্টা | অনুমানবাক্য
দাড়ি রাখা সুন্নত।
ডারউইন দাড়ি রাখেন।
ডারউইন সুন্নত পালন করেন।
__________________________
- ইশতিয়াক জিকো / ১৩ আগস্ট ২০০৭, ঢাকা
1 comment:
আপনার যতোগুলি লেখা পড়েছি এখন পর্যন্ত, তার মধ্যে এই গিমিলাপগুলি সব চাইতে বেশি ভালো লেগেছে। আলাবু আর ভোকাট্টা ওর মধ্যেও সব চাইতে বেশি মজার লেগেছে, কারণ এই দুইটাই মনে হয় ঠিকমতন বুঝতে পেরেছি। ভোকাট্টা পড়ে তো সশব্দেই হেসে উঠেছি।
এই লেখাগুলির মজা হল, এর কিছুটা বুঝি, কিছুটা যেন বুঝি না, চেষ্টা করলে হয়তো বুঝতে পারবো, কিংবা হয়তো একেবারেই বুঝতে পারবো না। কিন্তু আপনি কি বিশ্বসংসারের সমস্যা ছাড়া লেখবার আর কোনো বিষয়বস্তু খুঁজে পান না??
Post a Comment