Friday, July 6, 2007

কবিতা : বৃষ্টি চাই না

আমরা শুধু সুখই খুঁজি
তাই ঝমঝম বৃষ্টি চাই না

বৃষ্টি নামলে আকাশ কালো
ধুলোর নৃত্য যায় পালিয়ে

ধুলোর নিচে যত্নে মোড়া
ব্যক্তিগত দুঃখ স্মৃতি

বৃষ্টি চাই না এই বরষায়
পারলে তুমি < সূর্য > দিও

- ইশতিয়াক জিকো / ৬ জুলাই ২০০৭
_________________________
নোট : কবিতায় স্বাধীন চলকের স্বাদ নিন। শেষ লাইনে < সূর্য > শব্দ পাল্টে বিষটি, বজ্র, ধুলো অথবা যা ভাল্লাগে, মর্জিমতো বসিয়ে দিন।

No comments:

Post a Comment