Tuesday, April 3, 2007

গিমিকাব্য : ভ্রমণ

সবুজ আকাশ। নীলচে লিফট। ছোট ছোট বল। ভাসছিল। এক ভোরে পালিয়ে যায়, সবুজ থেকে, নীল থেকে। পাড়ি জমায় বর্ণহীন জগতে। মাত্রার বালাই নেই সেখানে। জ্যামিতি রাজত্ব করে না। রাতে হুটহাট মগডাল থেকে ঝরে পড়ে না এসএমএস। দুপুর বেলা লেকের ধারে আহত কুকুর বল খেলে।

তরুণী মশগুল হয় ফ্রেঞ্চ কাট প্রেমে। পুলিশ এসে রঙ ঢেলে দেয়। আকাশের গায়ে। সবুজ। নীল। ভাঁজ করা পুরোনো খবরের কাগজ বেঞ্চিতে এলাটিং-বেলাটিং শুরু করে। ইটবৃষ্টি। কুকুরের মাথায়।

সব চোখ ফাঁকি দিয়ে উড়ে যায় বলগুলো। অন্য কোনো বর্ণহীন জগতের খোঁজে।

- ইশতিয়াক জিকো / ঢাকা / 3 এপ্রিল 2007
________________________
নোট : ছবিটি তোলা 31 মার্চ 2007, মোবাইল ফোনের ক্যামেরায়। বুয়েটে আর্কিটেকচার ভবনের নিচতলায় মুখ থুবড়ে ছিল কিছু প্রজেক্ট। সেখান থেকে।

No comments:

Post a Comment