ছাগলছানার মিষ্টি মুখ, তুলতুলে দাড়ি, জ্যামিতিক সানগ্লাস, পরাবাস্তব শিং, আর কী চাই ছাগলচর্চায়! আফরিনা কাঁঠাল পাতা দিতে বলেছিল। আঁকতে পারি না তা। শেষে পাতার গায়ে লিখতে হতো, ইহা একটি কাঁঠাল পাতা।ছবিতে ক্লিক করলে ছাগলছানাটি মানুষ হবে।
ব্যস্ত বন্ধু, এ ব্লগের বাছাই পোস্ট।
No comments:
Post a Comment