Sunday, August 6, 2006

কবিতা : তাণ্ডবলীলা


পথে লিভার ভাইয়া লাক্স ঐশ্বরিয়ার
হাসি দিলাম ছড়ায়া দুখে চোক্ষের পানি
কাঁদে চাকরি-না-পাওয়া মেয়ে কালোকালো রঙ
টিভি দরদ উথলে ওঠে ফেয়ারেন্ড লাভলির
কপ করে গিলে ফেলা কোলগেট ঘুম পেস্ট
উত্তরা পাঁচ তারা রেডিসন ঠোঁটে চুমু
পারফিউম পড়ে যায় দামি কার্পেট মুখে
ফেনা জমে কপিরাইট আই লালা ভিউ
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে মিস্টিক সুফি
আজ হলমার্ক কার্লমার্কস অর্কুট স্ক্র্যাপ
দিও হাগু-টিসু্য গিফট কাল টয়লেট ডে
খোঁজে হাইফাইভ কমুনিটি সমকামী ক্লিক
কানে একটেল গালাগালি গ্রামীণ গ্রামীণ
তবু গ্রামে যাবো না ফাক্ গাঁইয়া পিপল
বাজে উচ্চগ্রামেতে ক্রেইগ ডিপ্পার পল
ব্লগে লেবানন শিশুমুখ সেভেনটি ওয়ান আর
জিকো দ্যাখে ভাষাখেলা ভিৎগেনস্টাইন

- ইশতিয়াক জিকো / 6 আগস্ট 2006 / ঢাকা
________________________
নোট 1 : ছবিটি সাম্প্রতিক তোলা, 4 আগস্ট, সিরাজগঞ্জ থেকে।
নোট 2 : কবিতাটি সুমন চৌধুরী, সৌরভ, তাসনীম খলিল-কে উপহার।

No comments:

Post a Comment