কবিতা: ট্রোজানের ঘোড়াগুলি
শুটিং শেষে ঢাকায় ফিরেই
স্মৃতিজুড়ে আক্রমণ
ট্রোজান ঘোড়ার
ট্রোজানের ঘোড়াগুলি থেকে
জন্ম নেয় এক দলা কালিয়াকৈর
এবং স্মৃতিতে টাকিলা
হায় স্মৃতি, পেনড্রাইভ, হায়
আবারও ফরম্যাটের শিকার
- ইশতিয়াক জিকো / ১০ ডিসেম্বর ২০০৮, ঢাকা
___________________________
নোট: গাজীপুর কালিয়াকৈরে দুই কিস্তিতে শুটিং হলো 'মেহেরজান ১৯৭১' সিনেমার। শুটিং আরও বাকি। কত টুকরো স্মৃতি।
No comments:
Post a Comment