অ্যানার্কিস্ট সিনেমার গল্প
দোতলায় বসে আছে যুবক। দোতলা ভলবো বাসে। একুশতম চাকরির ইন্টারভিউ আজ। তবে যানজট দেখে মনে ভয় । আজ ঠিক মিস করবে ইন্টারভিউ।
সিট থেকে উঠে দাঁড়ায় যুবক। বাস থেকে নেমে হেঁটে যাবে। যানজট ছাড়িয়ে যদ্দূর যাওয়া যায়। অন্য কোনো বাস ধরবে সামনে। কিম্বা বেশি দেরি হলে পকেটের সব টাকা সমর্পন করবে সিএনজি-এর কাছে। ইন্টারভিউটা মিস করা চলবে না।
বাস থেকে নামতে দেয় না তাকে সিনেমার শুটিং দল। প্ল্যাকার্ড মেলে ধরেছে পরিচালক। বাজেট কম। পুরো শুটিং এই বাসের ভেতর হবে। গল্পের চরমবিন্দু এবং যাবতীয় মোচড়সহ হ্যাপি বা ট্র্যাজিক এন্ডিং। সব এই বাসের ভেতরই ঘটাতে হবে।
দোতলায় ফিরে যায় উদভ্রান্ত যুবক। উদ্ভট এক শর্টফিল্মে অভিনয় করছে সে।
______________________
প্রাসঙ্গিক লেখা
# অ্যানার্কিস্ট শিল্প - সৈকত বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানিফেস্টো
No comments:
Post a Comment