Thursday, July 26, 2007

গিমিকাব্য : জন্মদিন

হলুদ ট্যাক্সিক্যাব থেকে বেরুচ্ছে আজ সবুজ রঙের ধোঁয়া,
গান শোনার যন্ত্রটায় ব্যাটারি ফুরিয়েছে দিন দশেক আগে,
তবু স্কচটেপ-প্যাঁচানো বেগুনি হেডফোন কানে গুঁজে
দাঁড়িয়ে থাকি আইল্যান্ডে,
বৃষ্টির অবতারণা সেই সকাল থেকে, শহরজুড়ে,
রিসাইকেল বিনে লুকিয়ে রাখা স্মৃতিগুলো ভেসে গেছে বন্যায়,
এনজিওধারারচলচ্চিত্রের সমালোচনা শুনবো বলে
ডিসপোজেবল কলম কামড়ে ভাস্কর্য বানানোর প্রতিযোগিতায় নামি,
ভাঙা হাতপাখা বিলিয়ে দিই বিপত্নীক ট্রাফিক পুলিশদের মাঝে,
লোডশেডিংয়ের সময় এডিটিং প্যানেলে বসে
উদাসীনভাবে ফ্রেমের পর ফ্রেম কাটি,
আর জন্মদিনজন্মদিন বলে চেঁচিয়ে ওঠে
নবনিযুক্ত বিভাগীয় সম্পাদক,
তাতে হুশ হয়, শেষ ফ্রেমে এসে
শুভেচ্ছা জানাই ভাস্করকে।

- ইশতিয়াক জিকো / ২৬ জুলাই ২০০৭

1 comment:

বরফ পানি said...

প্রথম আট লাইন কিছুই বুঝতে পারি নাই।

"ভাঙা হাতপাখা বিলিয়ে দিই বিপত্নীক ট্রাফিক পুলিশদের মাঝে"

এই লাইনে এসে সুন্দর লেগেছে, ট্র্যাফিক পুলিশরা আসলেই নিতান্ত হতভাগার মতো দাঁড়ায়ে থাকে, ওদের দেখে মাঝে মাঝে আমারও মায়া হয়, তাই এই ছবিটা ভালো লেগেছে, তারপরে আবার ঝাপসা.. এই কবিতা বুঝে বুঝে পড়ার জন্য কবিকে সাথে করে বসতে হবে! :P

Post a Comment