Saturday, June 24, 2006

রুদ্রের কবিতা, প্রিয় কবিতা

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন 'কবিতার গল্প'। ১৭ এপ্রিল ১৯৮৪ তে। মংলা পোর্ট, খুলনায় বসে। আমার প্রিয় কবিতা। তুলে দিলাম এখানে :

এই কথা তুমি সবচেয়ে ভালো জানো,
তোমার পড়শি কবিতা বোঝে না কেউ
তুমি জানো, তারা সোনাদানা বোঝে ঢের,
ঢের বোঝে তারা ঈর্ষার কারুকাজ।

কবিতা বোঝে না মিল-মালিকের বউ,
বণিক শহরে বাণিজ্য মতিঝিল,
কবিতা বোঝে না বণিক নাগরিকেরা,
কবিতা বোঝে না বিটিভি জেনারেশন।

কবিতা বোঝে না ভাড়াটিয়া পণ্ডিত
দীপ্ত চক্ষু কোমল অধ্যাপক,
রবিঠাকুরের শততম মুদ্রণ--
কবিতা বোঝে না কবিতা সমালোচক।

কবিতা বোঝে না রাজ্যের সেনাপতি,
কবিতা বোঝে না পারিষদ পরিজন,
নৌ-পদাতিক অশ্ব-আকাশচারী,
কবিতা বোঝে না দারোগার ঘাট মাঝি।

কবিতা এখন কী যে হাবিজাবি ভাষা,
নোংরা মানুষ ও নোংরা কথার ঢেউ
ভাসিয়ে নিয়েছে যাবতীয় সুবচন
কবিতা এখন মিছিলের সাথে চলে।

এখন কবিতা ফুল নদী জ্যো'স্নার
শিল্প-সফল ভাষাই গিয়েছে ভুলে
কবিতা এখন খিস্তি-খেউড়ে ঠাসা
কালিঝুলি মাখা শ্রমিকের ভেজা হাত।

কবিতা এখন ক্ষুধার্ত সারাদিন
কবিতা এখন মলিন বস্ত্র দেহে
কবিতা এখন প্লাটফরমের ভিড়ে
অনিশ্চয়তা রাত্রির মতো কালো।

কবিতা এখন মিছিলে ক্ষুব্ধ হাত
স্বৈরশাসন বিরোধী প্রথম ভাষা
কবিতা এখন ট্রাকে চাপা দেওয়া লাশ,
রক্তমগজ পেষা মাংসের থুপ।

কবিতা এখন গুলি খাওয়া জমায়েত
কাঁদানে গ্যাসের ধোঁয়ায় রক্ত চোখ।
কবিতা এখন অস্ত্রের মুখোমুখি,
কবিতা এখন অস্ত্রের অধিকার।

কবিতা এখন বোঝে না ফুলের ভাষা
এখন কবিতা জীবনের কথা বলে
কবিতা এখন ??? কোমল স্বর,
কবিতা এখন শত মানুষের ধ্বনি।

এখন কবিতা খাপখোলা তলোয়ার,
এখন কবিতা মেদহীন ঋজু দেহ।
কবিতা এখন স্বপ্নের প্ররোচনা
কবিতা এখন বিশ্বাসী হাতিয়ার।

_______________________
অস্থায়ী নোট 1 : 'কবিতা এখন ??? কোমল স্বর'-- এ লাইনের ??? জায়গায় কোন শব্দ বসবে? নয়তো ছন্দ কেটে যাচ্ছে। শব্দটা মনে করতে পারছি না। হাতের কাছে 'রুদ্র সমগ্র'-ও নেই। জানাবেন কেউ? সম্ভব হলে সংশোধিত বানান ও যতিচিহ্নসহ।

অস্থায়ী নোট 2 : 'কবিতা বোঝে না বণিক নাগরিকেরা' -- এ লাইনে ছন্দের গরমিল মনে হচ্ছিল। ষণমাত্রিক পদে মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছিলাম। সহব্লগার শেখ জলিলের মন্তব্যে দ্বিধা কেটেছে। ধন্যবাদ শেখ জলিলকে।

No comments:

Post a Comment