Saturday, May 19, 2007

অ্যানিমেশন : আই লাভ ডেথ

ফিনল্যান্ডের ব্যান্ড দল লজার। রক ধাঁচের গান গায়। পাশাপাশি মিউজিক ভিডিও বানায়। দ্বিমাত্রিক অ্যানিমেশন সেসব।

দেখতে পারেন: আই লাভ ডেথ

আইডিয়া ভালো লেগেছে। অ্যানিমেশন করেছেন Hannes Häyhä, লজার ব্যান্ডের সদস্য তিনি।

সম্প্রতি ফিউচার শর্টস-এর ডিভিডি বানাতে গিয়ে পেয়েছি এ ভিডিও। গত সপ্তাহে ঢাকার নরডিক ক্লাবে দেখানো হয়েছে এটি।

লজার ব্যান্ডের ওয়েবসাইটউইকিপিডিয়া ভুক্তি

No comments:

Post a Comment