হাং ড্রাম
হাং ড্রাম বাজিয়েছি আজ। রুবাই ভাইয়ের বাসায়। ভালো লেগেছে। হাং সুইটজারল্যান্ডের বাদ্যযন্ত্র। দেখে মনে হয়, স্টিলের দুটো কড়াই জোড়া লাগানো। হাং মানে হাত। বাজাতে হয় আঙুল দিয়ে। উইকিপিডিয়ায় লিখা, কয়েক বছরের গবেষণার পর, ২০০১ সালে ফ্রান্কফুর্টের সংগীত মেলায় এ যন্ত্র প্রথম দেখানো হয়। প্যানআর্ট কোম্পানি বানায় যন্ত্রটি।
No comments:
Post a Comment