Thursday, April 5, 2007

হ্যালোজেন বিলাস কিম্বা বৃষ্টিবন্দনা

বিল ডগলাসের সুইট রেইন কম্পোজিশন শুনছি। তারায় সুর, একটানা বেজে চলেছে, ধীর লয়ে। নস্টালজিয়া ভর করছে। করুক। গতকাল নাকি টানা দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। এদিকে ঢাকা বৃষ্টিশূন্য। শুকনো বাতাস বইছে এক আধটু। নিতান্তই লোকদেখানো।

সারা বছর শহরের প্রধান সড়কে নৌকা চললে বেশ হতো! ছাতা মাথায় মাঝিরা বৃষ্টিবন্দনা করতো দিনভর, খাঁ খাঁ রোদে। নাকি এটা সাময়িক শহুরে ফ্যান্টাসি? বিল ডগলাস কানে গুঁজেছি বলে?

রাত পোনে দুই। চুপ করে ছাদে চলে যেতে ইচ্ছে করছে। হয়তো রাস্তাজুড়ে সারি সারি আলো, স্ট্রিট লাইটের। এসব হ্যালোজেন বৃষ্টিতে কবে ধুয়ে গেছে আমাদের স্বপ্ন বিলাসিতা। গতকাল শুধু ফিরে আসে রাত গভীর হলে।

আজকাল বাড়ির ছাদে অ্যান্টেনা চোখে পড়ে না।
ডিশযুগে নাগরিক পাখিরা ভালো আছে তো?

_________________________
নোট : ছবিটা মার্চের কোনো একদিন এঁকেছি। তারিখ মনে নেই।

No comments:

Post a Comment