ছবি : আমার জানলা দিয়ে আমার পৃথিবী
আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ
- অঞ্জন দত্তের গান থেকে
ছবিটা তুলেছি 2004 সালে। সেপ্টেম্বরের 27 তারিখ।
সিডিতে রাখা পুরোনো ছবি ঘাঁটতে গিয়ে পেয়ে গেলাম।
অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি।
ছাদ ফুঁড়ে কলামের রডগুলো যেন মেঘ ছুঁতে চায়।
একদম মানুষের মতো।
এসব ভেবে ভালো লাগছে ছবিটা এখন।
ইংরেজিতে এ ছবির নাম রেখেছি desire।
1 comment:
সামহোয়্যারইনব্লগে করা নির্বাচিত মন্তব্য:
এই রডগুলো দেখিয়েই এক বিদেশী বিস্ময় প্রকাশ করেছিলো। বললো, সবগুলো বিল্ডিং এমন অসম্পূর্ণ কেন? এটাও কি একধরনের দৈন্যের প্রকাশ।
আমি বলেছিলাম, না। এ হচ্ছে আরো উঁচু ভবন হওয়ার আকাঙ্ক্ষা, স্বপ্ন।
একতলা শেষ হয়ে যাওয়ার পর দু'তলা তোলার স্বপ্ন।
আবার কিছু টাকা জমানো, আগামী বছর শীতের অপেক্ষা, কিছু ব্যাংক ঋণের জন্য দৌড়াদৌড়ি, নিজে থাকার পর ভাড়া থেকে আয় করার হিসেবী চিন্তা, মধ্যবিত্তের টানাপড়েনের স্বপ্ন...
- শোহেইল মতাহির চৌধুরী
Post a Comment