মুকুন্দালাপ
পণ করে সব লাগরে কাজে
খাটবো মোরা দিন কি রাত।।
গানটা খুঁজছি। মুকুন্দ দাসের। এমপিথ্রি ফরম্যাটে হলে ভালো হয়। আলাদা করে সুর আর কথা পেলেও হবে।
মুকুন্দ ছিলেন চারণকবি । জন্ম বরিশালে, ১৮৭৮ সালে । একটা দল ছিল। স্বদেশী যাত্রা পার্টি। সে দল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর গানে বারবার এসেছে ভারতবর্ষে সামন্ত-প্রভুদের অত্যাচার, ব্রিটিশ উপনিবেশের শোষণ, উপনিবেশবিরোধী আন্দোলন আর দেশপ্রেম। মারা যান ১৯৩৪ সালে।
No comments:
Post a Comment