Monday, September 25, 2006

মুকুন্দালাপ

পণ করে সব লাগরে কাজে
খাটবো মোরা দিন কি রাত।।

গানটা খুঁজছি। মুকুন্দ দাসের। এমপিথ্রি ফরম্যাটে হলে ভালো হয়। আলাদা করে সুর আর কথা পেলেও হবে।

মুকুন্দ ছিলেন চারণকবি । জন্ম বরিশালে, ১৮৭৮ সালে । একটা দল ছিল। স্বদেশী যাত্রা পার্টি। সে দল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর গানে বারবার এসেছে ভারতবর্ষে সামন্ত-প্রভুদের অত্যাচার, ব্রিটিশ উপনিবেশের শোষণ, উপনিবেশবিরোধী আন্দোলন আর দেশপ্রেম। মারা যান ১৯৩৪ সালে।

No comments:

Post a Comment