Thursday, February 9, 2006

কি লিখি কী লিখি

'কি' আর 'কী' এক নয়। এর ভুল প্রয়োগে অর্থ পাল্টে যায়। ব্যাকরণ বলছে, অব্যয় হলে 'কি' হবে, সর্বনাম বা বিশেষণ হলে 'কী' হবে। ব্যাকরণের ভারী আলাপ বাদ দিয়ে নিচের সংলাপটা খেয়াল করুন :

- আপনি কি লিখছেন?
- হুমম... এই তো--
- কী লিখছেন?
- তেমন কিছু না, একটা কবিতা, এই আর কি ।
- কী কবিতা? একটু পড়ে শোনান না প্লিজ।
- বলেন কি, আবার পড়েও শোনাতে হবে?
- কীভাবে লিখেন এত? কী নিয়ে লেখা যায়-- এ ভেবেই সময় চলে যায় আমার। শেষে লেখাই হয় না আর।
- উফ, বন্ধ করুন যত সব নাটকীয় সংলাপ! সত্যি বলতে কি, আমাকে দিয়ে লেখানো হচ্ছে। আর... আর... আমাদের এই সংলাপ মোটেও আমাদের নয়। কারণ আমরা স্রেফ দুটো চরিত্র, ইশতিয়াক জিকোর মাথায়। (ফিসফিসিয়ে) আসুন, আমরা জিকোর মাথা থেকে পালাই, জলদি।
- কী ভয়ংকর কথা! কথাটা আপনিই বলছেন তো?

প্রশ্ন করলে যদি হ্যাঁ বা না উত্তর যথেষ্ট হয়, সেক্ষেত্রে 'কি' বসবে। অনেকে এভাবে সংক্ষেপে মনে রাখেন। যেমন :

- ধর্ম কি বন্ধুত্বের চেয়ে বড়?
-এই বাক্যের শেষে কি 'নেই' শব্দটি নেই?

বাক্যের শুরুতে বিষ্ময়বোধক অব্যয় ব্যবহৃত হলে 'কী' বসে। যেমন :
- কী ভয়ানক!
- কী সুন্দর!

বিষ্ময়বোধক অব্যয় শুরুতে না বসলে 'কি' হবে। যেমন :
- এই আর কি...
- সত্যি বলতে কি...

শুধু হ্যাঁ/না দিয়ে তো কাজ চলে না, আরো কিছু বলতে হয়। তখন 'কী' বসে। 'কী' দিয়ে প্রশ্ন করলে উত্তরে কোনো না কোনো উপাদান চলে আসে। যেমন :

- এটা কী ধরনের মন্তব্য হলো?
- এই লেখাটা কী নিয়ে?

তাই তো, এই লেখাটা কী নিয়ে?

লেখাটা 'কি' আর 'কী' নিয়ে।
এই আর কি...

No comments:

Post a Comment