চিরকুট: কেমন আছো?
কেমন আছো তোমরা, আপনারা?
চলে আসছে জানুয়ারি ১৯। আবারও শুটিং শুরু। ব্যস্ততায় ডুবে যাওয়া আবার। শুটিং বিরতিতে ঢাকায় ভালো সময় কাটলো।
স্মৃতিকাতর পৌষ শেষে মনে পড়ছে তোমাদের। আমার হারিয়ে ফেলা সহকর্মীদের, প্রাক্তন প্রেমিকাদের, আগাম বন্ধুদের। যেন ইচ্ছা করেই হারিয়ে ফেলেছি তোমাদের, আপনাদের।
বিপ্লবী ঝাঁঝালো কথা আর কাজ করে না মাথায়।
আর এও সত্যি, যূথচারিতায় উদাসীন আমার মন। দৃশ্যমান স্বার্থের বাইরে কোনো সম্পর্ক টিকিয়ে রাখিনি। তবু দৃশ্যাবলী ছাপিয়ে মনে পড়ছে তোমাদের।
নিশ্চয়ই সবাই ভালো আছো, ছিলে, থাকবে। নয়তো "ভালো থাকা"র সংজ্ঞা পাল্টে নিয়ো। তবু ভালো থেকো।
- ইশতিয়াক জিকো / ১২ জানুয়ারি ২০০৯, ঢাকা
________________________________
নোট: কেমন আছো শিরোনামে একটা গান আছে। সাবিনার কণ্ঠে। কবীর সুমনের কথা আর সুরে। অডিও। ভিডিও।
No comments:
Post a Comment