Friday, August 29, 2008

পোমো গাইড

১.
ব্লগে কিংবা আজিজে বসে বন্ধুদের আড্ডা ধরতে পারছেন না? উত্তরআধুনিকতা, বিনির্মাণবাদ, ফুকো-দেরিদা-লাকা-বার্থ ইত্যাদি বিজাতীয় শব্দমালা জানেন না বলে আপনি নিয়মিত মফিজ হচ্ছেন?

জেনে নিন গোপন রহস্য। কোনো কিছু না জেনেই কীভাবে কথা আর লেখায় উত্তর-আধুনিকতা প্রসঙ্গ টেনে আনবেন, তার তরিকা

২.
লিটলম্যাগের জন্য একগাদা রেফারেন্সসহ জ্ঞানগর্ভ নিবন্ধ লিখতে চান? এসে গেছে পোস্টমডার্নিজম জেনারেটর। বাটন টিপুন, লিটলম্যাগ বা জার্নাল উপযোগী লেখা উৎপাদন করুন।

৩.
এগিয়ে যাচ্ছে দুনিয়া। আপনার (বা আপনার পাশের বাড়ির) বাচ্চা কি তাল মেলাতে পারছে? বাচ্চাদের জন্য এসেছে উত্তর-আধুনিকতার সহজ পাঠ

৪.
প্রাসঙ্গিক বই ডাউনলোড : পোস্টমডার্নিজম ফর বিগিনার্স
জেমস পাওয়েল-এর। ১৬৩ পৃষ্ঠা। ১৯ মেগাবাইট।
পাসওয়ার্ড : bulldog

______________________
- ইশতিয়াক জিকো / আপডেট : ২৯ আগস্ট ২০০৮ / ঢাকা

7 comments:

Anonymous said...

'পোস্টমডার্নিজম ফর বিগিনার্স' বইটা ডাউনলোড হচ্ছে না। অন্য কোন লিংক দেয়া যায় কি?

Ishtiaque Zico said...

তাহলে আবার পরে আপলোড করতে হবে পোস্টমডার্নিজম ফর বিগিনার্স বইটি। আরেকটা বই ডাউনলোড করা যেতে পারে:
পোস্টমডার্নিজম - এ ভেরি শর্ট ইনট্রোডাকশন

বইদুটো শুধু প্রাথমিক ধারণা পাবার জন্য। এবং এর অসুবিধা, একপেশে বয়ানে ঠাসা।

সম্প্রতি শেষ করলাম
'প্রতিপাঠ উত্তরআধুনিকতা'
বইটি। মার্কসবাদের নিরিখে উত্তরআধুনিকতার সমালোচনা করে লেখা নিবন্ধ সংকলন। নিবন্ধগুলো লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, হাসান আজিজুল হক, যতীন সরকার, সনৎকুমার সাহা, রতন খাসনবিশ, হায়দার আকবর খান রনো, চিররঞ্জন চক্রবর্তী, এম এম আকাশ, পিয়াস করিম, মনিরুল ইসলাম, মাসুদুল হক আর ক্যারল এ স্টেবিল। বইটি উল্লেখযোগ্য, কারণ উত্তরআধুনিকতার গড়পড়তা তুলোধুনো না করে তার ভালো দিকগুলো খোঁজার প্রয়াস আছে কিছু লেখায়।

বইটি সম্পাদনা করেছেন জাকির তালুকদার। বের করেছেন শ্রাবণ প্রকাশনীর রবীন আহসান। ফেব্রুয়ারি ২০০৮ এ প্রকাশিত বইটির দাম ১৮০ টাকা।

Anonymous said...

প্রতিপাঠ: উত্তরাধুনিক বইটি ডাউনলোড করলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
উত্তরাধুনিক বিষয়টি সহজবোধ্য করে এই ব্লগে কিছু লিখুন না কেন। তাহলে বিষয়টি সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান অর্জন করা যেত।

Ishtiaque Zico said...

'প্রতিপাঠ উত্তরআধুনিকতা' বইটি কোত্থেকে ডাউনলোড করলেন? সম্ভবত 'পোস্টমডার্নিজম - এ ভেরি শর্ট ইনট্রোডাকশন' এর কথা বলতে চেয়েছেন।

নিজেই বুঝি না ঠিকঠাক উত্তরআধুনিকতার অলিগলি। নেট ঘেঁটে আর দোকানে পাওয়া কিছু প্রাথমিক বই পড়াই আমার দৌড়। আপাতত বরং নেটে পাওয়া ইন্টারেস্টিং লিংকগুলো থাকুক এখানে।

সোজা করে লিখা প্রাথমিক একটি অ্যাকাডেমিক নিবন্ধ : পোস্টমডার্নিজম অ্যান্ড ইটস ক্রিটিকস

Ishtiaque Zico said...

উত্তরআধুনিকতার ব্যবচ্ছেদ করেছেন রিচার্ড ডকিন্স। ১০ বছর আগে ছাপা হয়েছিল নেচার পত্রিকায়।

পোমো জেনারেটরের আরেকটা লিংক নিয়ে লিখেছেন (লিংকটা সম্ভবত অচল এখন)। ব্যাকরণসিদ্ধ বাক্যে, পোমো জার্গনঅলা রাশভারী লেখা টপাটপ বেরুচ্ছে কম্পু দিয়ে, আপনাআপনি।

Anonymous said...

হা! হা! ঠিক বলেছেন। 'প্রতিপাঠ উত্তরাধুনিকতা' নয় 'পোস্টমডার্নিজম- এ ভেরি শর্ট ইনট্রোডাকশন' বইটি ডাউনলোড করেছি। আজ "পোস্টমডার্নিজম ফর বিগিনার্স" বইটিও ডাউনলোড করতে পারলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব।

Suman Chowdhury said...

খেলতে খেলতে পোমোপনা নামে একটা শিশুপাঠ্য বই লিখা ফালান :D

Post a Comment