Tuesday, June 5, 2007

শুনছি : শাহীন দিল-রিয়াজের সাক্ষাৎকার

শুনছি শাহীন দিল-রিয়াজ বুলবুলের সাক্ষাৎকার। সম্প্রতি জার্মানির টাকায় নতুন সিনেমা বানিয়েছেন তিনি। নাম, লোহাখোর। চট্টগ্রামের সমুদ্র উপকূলে পুরোনো জাহাজ ভাঙার কর্মীদের জীবন নিয়ে তৈরি। প্রচলিত সংজ্ঞায় এটি প্রামাণ্যছবি। এর আগে বানিয়েছেন শিল্প শহর স্বপ্নলোক। আমার পছন্দের ছবি। তাঁর প্রথম ছবি জীবন জলে বেলে

শাহীন দিল-রিয়াজের কাজ ভালো লাগে আমার। এ সাক্ষাৎকার নিয়েছেন মাসকাওয়াথ আহসান। ডয়চে ভেলের ওয়েবসাইটে শুনতে পারবেন।

No comments:

Post a Comment